বেশ কিছু বছর আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি আসেন ব্রাক্ষণবাড়িয়া জেলায় মোহাম্মদ দুলাল। প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল। কিন্তু করোনার প্রভাবে হঠাৎ চাকরি হারাতে হয় তাকে। বেঁচে থাকার তাগিদে মাঝে মাঝে বাইরে কাজ করতেন তিনি। সম্প্রতি পঞ্চাশ বছর বয়সী এই প্রবাসী কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে আবুধাবিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সময়ের সংলাপের মাধ্যমে দুলাল দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে আমি আহত হয়েছি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি সুস্থ হয়ে আমি দেশে ফিরে যেতে চাই। আমার চিকিৎসায় সহায়তা সহ দেশে ফিরে যেতে দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
দুলাল বর্তমানে দেশটির রাজধানী আবুধাবির একটি হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। তার ব্যক্তিগত যোগাযোগ নম্বর ০০৯৭১৫৬৫৭৯৫৮৯৮।
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৫ অপরাহ্ণ