প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ৪:০৭ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ষোলশহরে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রৌফাবাদ, পাহাড়িকা আবাসিক ও কাঁচাবাজার মোড়ে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছের সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী। তিনি বলেন, ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডে রাস্তার দুই পাশের ফুটপাত ও নালার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।