অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ড সীমান্তের কাছে কায়িন রাজ্যের মিয়াওয়াদ্দি থেকে ৬৫ জন রাখাইন মুসলিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩৮ জন নারী ও ২৭ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে বলে জানান মিয়াওয়াদ্দি ওয়ার্ড-২ প্রশাসক।
মঙ্গলবার (১ মার্চ) কোনো ভ্রমণ নথি ছাড়াই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। তারা সবাই মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের সিটওয়ে, মংডু এবং বুথিডাং শহরের বাসিন্দা।
মিায়াওয়াদ্দি টাউনশিপ ইমিগ্রেশনের কর্মকর্তা টিন সোয়ে অং বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে তারা মালয়েশিয়ায় যাচ্ছিলেন। অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টায় ছিলেন তারা। এরমধ্যে আবার সেখানের কেউ বার্মিজ ভাষায় কথা বলতে না পারায়, বাংলায় কথা বলার জন্য একজন অনুবাদক নিয়োগ করা হয়েছিলো।
ওই ৬৫ জন রাখাইনের অভিবাসন আইনের ৬৩ ধারায় বিচার হয়েছে। এখন তাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।
রাজ্যটি থেকে স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় প্রতি বছর অনেকে গ্রেফতার হন। সাজা শেষে তাদের সাধারণত পাঠানো হয় ফেরত।
সংলাপ ০৪/০৩/০০১ আজিজ