প্রকাশ: ৬ নভেম্বর ২০২২ | ৮:৪৯ অপরাহ্ণ আপডেট: ৬ নভেম্বর ২০২২ | ৮:৪৯ অপরাহ্ণ

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় অবতরণের আগে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুকোবা বিমানবন্দরে অবতরণের আগে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয় বিমানটি।
দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ডাস ই সালাম থেকে বুকোবা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ছোট আকারের বিমানটি। এতে মোট ৪৩ জন আরোহী ছিল।
স্থানীয় জেলে এবং বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজ সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনো জানা যায়নি। তবে বিমান কর্তৃপক্ষের ধারণা, ভারি বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয় বিমানটি।