বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

অনুশীলনে নেইমার, সেলেসাও শিবিরে স্বস্তি

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ
অনুশীলনে নেইমার, সেলেসাও শিবিরে স্বস্তি

কাতার বিশ্বকাপের এক নম্বর ফেভারিট দল ব্রাজিলের জন্য একটার পর একটা দুঃসংবাদ আসছিল। ইনজুরির তালিকায় সর্বশেষ যোগ হওয়া দুই নাম গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস। তবে এবার স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। চোটমুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন দলের প্রাণভোমরা নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘এখন ভালো অনুভব করছি। আমি জানতাম যে ফিরতে পারব।’ এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় বিশ্বকাপের শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা, তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে গ্রুপ পর্বে আর মাঠেই নামতে পারেননি তিনি। নেইমার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন—এমন একটা আলোচনাও ছিল ফুটবল মহলে। তবে নেইমারের অনুশীলনে ফেরা কিছুটা হলেও সেই শঙ্কা দূর করল।

সম্পর্কিত পোস্ট