রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার স্কুল শিক্ষক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ
অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার স্কুল শিক্ষক

বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় অমানবিক নির্যাতন, হয়রানি, মিথ্যা অভিযোগে বিভাগীয় মামলা এবং হত্যা চেষ্টার অভিযোগ করেছে চন্দনাইশ দক্ষিণ বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম একাডেমিতে বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে তিনি পূর্বে কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এসময় তিনি মিথ্যা অভিযোগ থেকে নিষ্কৃতি চেয়ে সঠিক বিচার দাবি করেন অন্তর্বর্তী সরকারের নিকট।

তিনি বলেন, আমি ২০১৬ সালের ২৯ জুন থেকে ২০২৩ সালের ১৬ এপ্রিল পর্যন্ত রংপুরের রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম। এই সময়ে আমি উক্ত বিদ্যালয়ে বিভিন্ন বাজেট ও আর্থিক হিসাবের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছি। এজন্য ওই স্কুলের প্রধান শিক্ষক আমাকে নানাভাবে হেনস্তা ও হত্যাচেষ্টা করেছে। এছাড়া রংপুরে কর্মরত থাকা অবস্থায় আমার উপর মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অসংখ্য অভিযোগসহ বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং আমার উপর বিভিন্ন অমানবিক নির্যাতন, অর্থনৈতিক নিপীড়ন, বিতাড়িতমূলক আচরণ এমনকি হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, আমার ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এছাড়া দুই বছর ঈদ বোনাস দেয়নি। এছাড়া বিদ্যালয়ে সাধারণ ছুটিকালীন অনুপস্থিত দেখিয়ে বিভাগীয় মিথ্যা মামলা করা হয়। দুই বছর কোনো প্রকার কোনো নৈমিত্তিক ছুটি দেওয়া হয়নি। এভাবে দিনের পর দিন আমাকে নির্যাতন করা হয়। সর্বশেষ আমি বাধ্য হয়ে চট্টগ্রামে বদলি হয়ে আসি।

তিনি আরও বলেন, আমি চাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এরকম অন্যায় অবিচার ঘটবে না। এই অবস্থায় মিথ্যা মামলা থেকে নিস্তার চান এই শিক্ষক। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ন্যায় বিচার চেয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট