শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অধিক মূল্যে বিক্রি করায় চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ৩:৩৪ অপরাহ্ণ
অধিক মূল্যে বিক্রি করায় চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা

নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ মার্চ) দুপুরে নগরীর ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্সে অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরচিালক মো. আনিছুর রহমান ও মো. দিদার হোসেন যৌথভাবে এ অভিযান পরিচলনা করেন। এসময় টি দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে বিক্রির উদ্দেশ্যে রাখা টেক্সটাইল রঙ পাওয়া যায় দোকানে; যা মানবদেহের জন্য ক্ষতিকর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ সময় বলেন, অতিরিক্ত দামে তেল বিক্রি ও মানবদেহের জন্য ক্ষতিকর রঙ পাওয়ায় কর্ণফুলী ট্রেডার্সকে ১৫ হাজারএবং মেসার্স খাজা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্য নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। যারা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

সংলাপ/০৩/০৭/০০৭/আ/হো

সম্পর্কিত পোস্ট