সময়ের সংলাপঃ আসসালামু আলাইকুম। কেমন আছেন?
আবুল কালামঃ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ
সময়ের সংলাপঃ এবারের রমজান কাটাচ্ছেন কীভাবে?
আবুল কালামঃ রমজান সংযমের মাস। মহান আল্লাহ এই মাসে অশেষ ক্ষমা ও পুরস্কার প্রাপ্তির মহিমান্বিত মুহূর্তগুলো রেখেছেন। মুসলিম জাতির জন্য আল্লাহ’র পক্ষ হতে এই মাসে রয়েছে অত্যন্ত কল্যাণ ও বরকত। আমি, আপনি ভাগ্যবান জীবনে আরও একটি রমজান পেয়েছি।
সময়ের সংলাপঃ ঈদুল ফিতরের পরিকল্পনা কী?
আবুল কালামঃ করোনা মহামারির কারণে প্রায় দু’বছর আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারিনি। আশাকরি এই বছর আল্লাহর রহমতে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করতে পারবো। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সকল প্রাণে। এই আনন্দের মধ্যদিয়ে অতীতের সব গ্লানি ভুলে আগামী দিনগুলো সুখ, সমৃদ্ধি ও শান্তিতে কাটাতে চাই।
সময়ের সংলাপঃ শুভাকাঙ্ক্ষীদের জন্য ঈদ উপলক্ষে কী বার্তা দেবেন?
আবুল কালামঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার প্রতিষ্ঠান স্টার গোল্ড গ্রুপ অব কোম্পানির পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, স্টার গোল্ডের সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক, এই শুভ প্রত্যয় আবারও। ঈদ মোবারক৷