রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় দীর্ঘ দুই বছর পর একক সঙ্গীতানুষ্ঠান করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আসছে জন্মদিন উপলক্ষে আজ (৫ মার্চ) বিকেল ৫টায় শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর মিলনায়তনে হবে এই আয়োজন। গান ও কিছু প্রাসঙ্গিক কথামালা দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। আয়োজনে ‘আমরা সূর্যমুখী’ সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন অ্যাডভোকেট শামসুল হক টুটু এমপি, আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন বাসস চেয়ারম্যান প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এই অনুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘দীর্ঘ প্রায় দুই বছর আমরা করোনাতেই বন্দি ছিলাম। এর মাঝে আমি আমার বাবাকেও হারালাম। অনেকে নিটকাত্মীয়কে হারিয়েছেন। সব মিলিয়ে আবারও নতুন করে বাঁচার এক চেষ্টাই যেন এই উদ্যোগ।’
এই গায়িকা আরও জানান, আয়োজনটি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে। তাই গানের পর্ব কয়েক ভাগে সাজিয়েছেন। তার বিশ্বাস উপস্থিত অতিথিরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।
সংলাপ/০৩/০৫/০০৫/আ/হো